২০২৫- এর পদ্ম পুরস্কারের জন্য মনোনয়ন ও সুপারিশ জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রীয় পুরস্কার পোর্টালে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত নাম পাঠানো যাবে।
উল্লেখ্য, পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী, দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানের অন্যতম। ১৯৫৪ সাল থেকে প্রতিবছর সাধারণতন্ত্র দিবসে পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়। কলা, সাহিত্য ও শিক্ষা, খেলাধুলা, ওষুধ, সামাজিক কাজ, বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং, জন বিষয়ক, লোকসেবা, বাণিজ্য ও শিল্প সহ নানা ক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতিতে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে।