মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 23, 2024 10:08 PM

printer

২০২৪ -২৫ এর কেন্দ্রীয় বাজেটের জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন-প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও ২০২৪ -২৫ এর কেন্দ্রীয় বাজেটের জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, এই বাজেট দেশকে উন্নত ও বিকশিত ভারতের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। প্রতিরক্ষা খাতে সর্বোচ্চ, ৬ লক্ষ ২১ হাজার ৯৪০ কোটি টাকার ও বেশি বরাদ্দ করায় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান। প্রতিরক্ষা খাতে এবছরের বাজেটে বরাদ্দ হয়েছে ১২ দশমিক ৯ শতাংশ।

      প্রতিরক্ষা মন্ত্রী বলেন, নগদ এক লক্ষ ৭২ হাজার কোটি টাকা সশস্ত্র বাহিনীর ক্ষমতা বাড়াতে সহায়তা করবে। গতবারের বাজেটের থেকে এবারে সীমান্ত রাস্তার জন্য বরাদ্দ ৩০ শতাংশ বাড়ানো হয়েছে। এই খাতে ৬৫০০ কোটি টাকা সীমান্ত রাস্তা সংগঠনের ,BRO র মাধ্যমে পরিকাঠামো তৈরিতে সহায়ক হবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন