২০২৪- ২৫ অর্থাৎ চলতি আর্থিক বছরে এপ্রিল থেকে জানুয়ারি মাস পর্যন্ত ভারতের মোট রপ্তানির পরিমাণ, আগের বছর একই সময়ের তুলনায় ৭ দশমিক ২/১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে একই সময়কালে মোট আমদানির পরিমাণ বেড়েছে ৮ দশমিক ৯/৬ শতাংশ।
সরকারী পরিসংখ্যানে প্রকাশ, আলোচ্য সময়ে রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৬৮ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার। অন্যদিকে আমদানির মোট পরিমাণ ৭৭ হাজার কোটি মার্কিন ডলার।