২০২৪-২৫ অর্থবর্ষে দেশ কয়লা উৎপাদনে একশো কোটি টনের মাইলফলক অতিক্রম করে ১০৪ কোটি ৭০ লক্ষ মেট্রিক টন ছাড়িয়ে গেছে। কেন্দ্রীয় কয়লা মন্ত্রক জানিয়েছে ২০২৩-২৪ অর্থবর্ষের তুলনায় বৃদ্ধির হার ৪ দশমিক ৯/৯ শতাংশ। গত অর্থবর্ষে মোট কয়লা উৎপাদনের পরিমাণ ছিল প্রায় ৯৯ কোটি ৭০ লক্ষ মেট্রিক টন। মন্ত্রক আরও জানিয়েছে, মোট কয়লা সরবরাহেও উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। এ ক্ষেত্রে বৃদ্ধির পরিমাণ প্রায় ৫ দশমিক ৩/৪ শতাংশ। এই উৎপাদন বৃদ্ধিকে, দেশে কয়লা সরবরাহ সুবিন্যস্ত করা এবং জ্বালানিবিষয়ক নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে এক নিরলস প্রচেষ্টার প্রতিফলন বলে মনে করা হচ্ছে।
Site Admin | April 1, 2025 10:04 PM
২০২৪-২৫ অর্থবর্ষে দেশ কয়লা উৎপাদনে একশো কোটি টনের মাইলফলক অতিক্রম করে ১০৪ কোটি ৭০ লক্ষ মেট্রিক টন ছাড়িয়ে গেছে।
