২০২৪-২৫ অর্থবর্ষে গত ফেব্রুয়ারী মাস পর্যন্ত বাণিজ্যিক এবং বিভিন্ন সংস্থার নিয়ন্ত্রণাধীন খনি থেকে ১৬ কোটি ৭০ লক্ষ টন কয়লা তোলা হয়েছে। কয়লা মন্ত্রক জানিয়েছে, এই সময় কয়লা সরবরাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
২০২৪-২৫ অর্থবর্ষে সরবরাহের পরিমাণ দাঁড়িয়েছে, ১৭ কোটি টনের বেশি। বিদ্যুৎ, ইস্পাত ও সিমেন্টের মতো মূল ক্ষেত্রগুলিতে কয়লা সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে সরকার কাজ করছে বলে মন্ত্রক জানিয়েছে।