মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 30, 2024 11:00 AM

printer

২০২৪ অর্থবর্ষে ভারতের প্রকৃত GDP বৃদ্ধির হার ৭.২’ শতাংশ হবে বলে মুডি-র রেটিং-এ পূর্বাভাস দেওয়া হয়েছে

২০২৪ অর্থবর্ষে ভারতের প্রকৃত GDP বৃদ্ধির হার ৭.২’ শতাংশ হবে বলে মুডি-র রেটিং-এ পূর্বাভাস দেওয়া হয়েছে। এরা আগে তাদের অনুমান ছিল, ৬.৮ শতাংশ। নিউ ইয়র্ক ভিত্তিক এই গ্লোবাল রেটিং সংস্থা, ২০২৫-এ ভারএর অর্থনৈতিক বৃদ্ধির হার ৬.৬’ শতাংশ হবে বলেও পূর্বাভাস দিয়েছে। এর আগে তাদের অনুমান ছিল ৬.৪’ শতাংশ। সংশোধিত এই পূর্বাভাসের ভিত্তি, মজবুত ও বিস্তৃত বৃদ্ধি এবং উন্নত বাণিজ্যিক শর্তের মতো নানা কারণ।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন