২০২২- ২৩ এর জাতীয় যুব পুরস্কারের জন্য আবেদন পত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। চলবে ১৫ ই নভেম্বর পর্যন্ত।স্বরাষ্ট্র মন্ত্রকের কমন এ্যাওয়ার্ড পোর্টালের মাধ্যমে এই আবেদন পত্র জমা দেওয়া যাবে।
ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী ড. মনসুখ মন্ডভিয়া ঐতিহ্যবাহী এই পুরস্কারের জন্যে আবেদন করতে যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, এই পুরস্কার শুধুমাত্র এক সম্মানই নয়, উন্নত ভারত গড়ে তোলার ক্ষেত্রে দেশের যুব নেতৃত্বের এক প্রচেষ্টাও।
উল্লেখ্য, এই পুরস্কার বাবদ দেওয়া হয় একটি পদক, শংসা পত্র ও ব্যক্তিগত ক্ষেত্রে নগদ ১ লক্ষ টাকা এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে ৩ লক্ষ টাকা।