২০২১ সালের তুলনায় বর্তমানে দেশে বনাঞ্চলের পরিমাণ বেড়েছে প্রায় এক হাজার ৪৪৫ স্কোয়্যার কিলোমিটার। লোকসভায় আজ এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব একথা জানিয়ে বলেন, দেশের মোট আয়তনের ২৫ শতাংশ অংশে বনাঞ্চল রয়েছে যা ৮ লক্ষ ২৭ হাজার স্কোয়্যার কিলোমিটার জুড়ে বিস্তৃত। কেন্দ্রীয় সরকার, রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে বনভূমি সংরক্ষণের জন্য আর্থিক সাহায্য দিচ্ছে। প্রজেক্ট টাইগার অ্যান্ড এলিফ্যান্ট, ডেভেলপমেন্ট অফ ওয়াইল্ড লাইফ হ্যাবিট্যাটস এর মতো কেন্দ্রীয় প্রকল্পগুলির মাধ্যমে বন্যপ্রাণ রক্ষা ও বিলুপ্ত প্রায় প্রজাতির প্রাণীগুলিকে সংরক্ষণ করতে সরকার চেষ্টা চালাচ্ছে। মানুষের সঙ্গে বন্য প্রাণীদের সংঘাত যাতে না ঘটে সেই প্রয়াসও নেওয়া হচ্ছে বলে শ্রী যাদব উল্লেখ করেন।
Site Admin | March 24, 2025 5:16 PM
২০২১ সালের তুলনায় বর্তমানে দেশে বনাঞ্চলের পরিমাণ বেড়েছে প্রায় এক হাজার ৪৪৫ স্কোয়্যার কিলোমিটার।
