মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 13, 2025 2:41 PM

printer

২০১৭ সালে পণ্য পরিষেবা কর জিএসটি চালু হওয়ার পর থেকে  প্রথম তিনটি অর্থবর্ষে  বকেয়া কর এবং জরিমানা সংক্রান্ত মামলার নিষ্পত্তিতে রাজ্য সরকার বিশেষ প্রকল্প হাতে নিচ্ছে।

২০১৭ সালে পণ্য পরিষেবা কর জিএসটি চালু হওয়ার পর থেকে  প্রথম তিনটি অর্থবর্ষে  বকেয়া কর এবং জরিমানা সংক্রান্ত মামলার নিষ্পত্তিতে রাজ্য সরকার বিশেষ প্রকল্প হাতে নিচ্ছে। ওই বকেয়া করের উপর যে সুদ এবং পেনাল্টি ধার্য করা হয়েছে, তা শর্তসাপেক্ষে মকুব করা হবে বলে রাজ্যের অর্থ দফতর সিদ্ধান্ত নিয়েছে। তবে এই প্রকল্পের আওতায় আসতে গেলে আগামী ৩১ মার্চের মধ্যে জিএসটি বাবদ বকেয়া টাকা আগে মিটিয়ে দিতে হবে। তারপরই সুদ ও পেনাল্টি মকুবের জন্য  আবেদন করা যাবে ।  ৫৩তম জিএসটি কাউন্সিলের বৈঠকে  বকেয়া কর জরিমানা ও সুদ মকুবের আইনি স্বীকৃতির সুযোগ করে দেওয়া হয়। সেই মতো রাজ্য সরকার বিধানসভার গত অধিবেশনে একটি বিল পাশ করেছে। তার ভিত্তিতেই কর দাতাদের এই সুযোগ দেওয়া হচ্ছে। জানা গেছে রাজ্যে জিএসটির  আওতায় থাকা  করদাতাদের মধ্যে প্রায় ১৬ হাজার ব্যবসায়িক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট তিন  বছরে  ১ হাজার কোটি টাকা কর ও জরিমানা বকেয়া রয়েছে। যে জন্য তাদের ইতমধ্যেই নোটিশ দেওয়া হয়েছে। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন