মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 2, 2025 12:04 PM

printer

১৯০১ সালের পর ২০২৪, ভারতের উষ্ণতম বছর বলে, ভারতীয় মৌসম বিভাগ- IMD জানিয়েছে।

১৯০১ সালের পর ২০২৪, ভারতের উষ্ণতম বছর বলে, ভারতীয় মৌসম বিভাগ- IMD জানিয়েছে।

ভার্চুয়ালি এক সাংবাদিক বৈঠকে IMD-র মহা নির্দেশক মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, দেশের পূর্ব, উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য অঞ্চলের কিছু এলাকা বাদে, জানুয়ারী মাসে দেশের বেশীরভাগ অংশে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশী থাকবে বলে মনে করা হচ্ছে।          

শ্রী মহাপাত্র বলেছেন যে দেশের বেশিরভাগ অংশে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হবে বলেও আশা করা হচ্ছে। মধ্য ভারতের পশ্চিম এবং উত্তর অংশে জানুয়ারি মাসে স্বাভাবিকের চেয়ে বেশি শৈত্যপ্রবাহআশা করা হচ্ছে। আইএমডি আরও জানিয়েছে যে জানুয়ারি থেকে মার্চ মাসে উত্তর ভারতে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কম হতে পারে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন