হিমাচল প্রদেশের কুলু জেলায় মণি করণ সাহিব গুরুদ্বারার কাছে আজ ধস নামায় একটি বড় গাছ উপড়ে কয়েকটি যানবাহনের উপর পড়লে ছ’জনের মৃত্যু হয়েছে,আহত আরও পাঁচ জন। আধিকারিক সূত্রে খবর ঝড় ও ভুমি ধসের দরুন গাছ উপড়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলির উপর পড়লে এই বিপত্তি।
কুলুর সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বিকাশ শুক্লা জানিএছেন,মেডিকেল টিম ঘটনাস্থলে যায়,পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা উদ্ধারকাজের দেখাশুনা করছেন।
মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু হতাহতদের পূর্ণ সহযোগিতার ও উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।