হায়দ্রাবাদের গাছিবউলি স্টেডিয়ামে গতকাল ইস্টবেঙ্গল ও হায়দ্রাবাদ এফসির মধ্যে আইএসএল ফুটবলের ম্যাচটি ১-১ গোলে শেষ হয়েছে। প্রথমার্ধ গোলশূন্য ছিলো। ম্যাচের ৬৪ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে জেকসন থাওনাওজাম গোল করেন। ৯০ মিনিটে হায়দ্রাবাদের হয়ে গোল পরিশোধ করেন মনোজ মহম্মদ । এই ম্যাচ ড্র হওয়ার ফলে ইস্টবেঙ্গল ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে একাদশ স্থানেই রইলো। সমসংখ্যক ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে হায়দ্রাবাদ রইলো দ্বাদশ স্থানে।
গতকাল অপর ম্যাচে চেন্নাইয়ের জহরলাল নেহেরু স্টেডিয়ামে বেঙ্গালুরু এফ সি 4-2 গোলে চেন্নাইয়ান এফ সি কে হারিয়ে দিয়েছে।
জামশেদপুরের JRD টাটা স্পোর্টস কমপ্লেক্সে আজ জামশেদপুর এফ সি, কেরালা ব্লাস্টারসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে সাড়ে সাতটায়।