মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 29, 2024 9:30 AM

printer

হায়দ্রাবাদের গাছিবউলি স্টেডিয়ামে গতকাল ইস্টবেঙ্গল ও হায়দ্রাবাদ এফসির মধ্যে আইএসএল ফুটবলের ম্যাচটি ১-১ গোলে শেষ হয়েছে।

হায়দ্রাবাদের গাছিবউলি স্টেডিয়ামে গতকাল ইস্টবেঙ্গল ও হায়দ্রাবাদ এফসির মধ্যে আইএসএল ফুটবলের ম্যাচটি ১-১ গোলে শেষ হয়েছে। প্রথমার্ধ গোলশূন্য ছিলো। ম্যাচের ৬৪ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে জেকসন থাওনাওজাম গোল করেন। ৯০ মিনিটে হায়দ্রাবাদের হয়ে গোল পরিশোধ করেন মনোজ মহম্মদ । এই ম্যাচ ড্র হওয়ার ফলে ইস্টবেঙ্গল ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে একাদশ স্থানেই রইলো। সমসংখ্যক ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে হায়দ্রাবাদ রইলো দ্বাদশ স্থানে।
গতকাল অপর ম্যাচে চেন্নাইয়ের জহরলাল নেহেরু স্টেডিয়ামে বেঙ্গালুরু এফ সি 4-2 গোলে চেন্নাইয়ান এফ সি কে হারিয়ে দিয়েছে।
জামশেদপুরের JRD টাটা স্পোর্টস কমপ্লেক্সে আজ জামশেদপুর এফ সি, কেরালা ব্লাস্টারসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে সাড়ে সাতটায়।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন