হায়দ্রাবাদের গাছিবউলি স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবলের ম্যাচে ইস্টবেঙ্গল, হায়দ্রাবাদ এফসির মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল পাচঁটায়। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে ইস্টবেঙ্গল।
অন্যদিকে, শেষ পাঁচটি ম্যাচে হেরেছে হায়দ্রাবাদ। ইস্টবেঙ্গল ১২ ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করে লিগতালিকায় একাদশ স্থানে আছে। হায়দ্রাবাদ সমসংখ্যক ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে।
চেন্নাইয়ের জওহরলাল নেহেরু ইনডোর স্টেডিয়ামে আইএসএলের অপর ম্যাচে চেন্নাইয়িন এফসি,ব্যাঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। চেন্নাই ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট সংগ্রহ করে লিগতালিকায় সপ্তম স্থানে আছে। ব্যাঙ্গালুরু ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।