হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল আইপিএল এর ম্যাচে লখনউ সুপারজায়ান্টস ৫ উইকেটে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে। লখনউ টসে জিতে হায়দ্রাবাদকে ব্যাট করতে পাঠায়। হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৯০ রান তোলে।
ট্র্যাভিস হেড ৪৭, অনিকেত ভার্মা ৩৬ রান করেন। লখনউ এর হয়ে শার্দুল ঠাকুর চারটি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে লখনউ ৫ উইকেট হারিয়ে ১৬ ওভার ১ বলে লক্ষ্যে পৌঁছে যায়।
নিকোলাস পুরান ৭০, মিচেল মার্শ ৫২ রান করেন। হায়দ্রাবাদ অধিনায়ক প্যাট কামিন্স দুটি উইকেট নেন। শার্দুল ঠাকুর ম্যাচের সেরা হয়েছেন।