হায়দ্রাবাদের গাছিবোলি স্টেডিয়ামে আগামীকাল #ISL ফুটবলে হায়দ্রাবাদ এফ সি, মুম্বাই সিটি এফ সি, র বিরুদ্ধে খেলবে। ২০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে মুম্বাই লিগ টেবিলের ষষ্ঠ স্থানে আছে।১২ নম্বর স্থানে থাকা হায়দ্রাবাদের ২০ ম্যাচে পয়েন্ট ১৬।
Site Admin | February 18, 2025 7:29 PM
হায়দ্রাবাদের গাছিবোলি স্টেডিয়ামে আগামীকাল #ISL ফুটবলে হায়দ্রাবাদ এফ সি, মুম্বাই সিটি এফ সি, র বিরুদ্ধে খেলবে।
