হায়দ্রাবাদের গাছিবউলি স্টেডিয়ামে গত সন্ধ্যায় আইএসএল ফুটবলের ম্যাচে পাঞ্জাব এফসি ৩ – ১ গোলে হায়দ্রাবাদ এফসি কে পরাজিত করেছে।
পাঞ্জাব এফ সি’ র পক্ষে এ.সাজি, এল মাজসেন এবং এস. সিঙ্গামায়ুম গোল করেন।
হায়দ্রাবাদের হয়ে এক মাত্র গোলটি করেন রামহ্লানছুঙ্গা।
জামশেদপুরের জে আর ডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে আইএসএল এর ম্যাচে ওড়িশা এফসি, জামশেদপুর এফসিকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে। ওড়িশার হয়ে হুগো বুমস দুটি ও ডরি একটি গোল করেন। জামশেদপুরের হয়ে জর্ডন মারে ও স্টিফেন এজে গোল করেন। ওড়িশা এই ম্যাচে জয়ের পর ২৪ ম্যাচে ৩৩ পয়েন্ট সংগ্রহ করে ষষ্ঠ স্থানে উঠে এসে সুপার সিক্সে যাওয়ার আশা জিইয়ে রেখেছে। ২৩ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে জামশেদপুর
কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আজ কেরালা ব্লাস্টার্স খেলবে মুম্বাই সিটির বিরুদ্ধে। খেলা শুরু সন্ধে সাড়ে ৭ টায়।