হামাস, ইজরায়েলের সর্বশেষ যে ছয় পণবন্দীকে আগামীকাল মুক্তি দেবে তাদের নাম ঘোষণা করেছে। শ্রী বিবাসের দেহের বদলে অন্য দেহ দেওয়ার বিষয়ে প্যালেস্তিনীয় গোষ্ঠীর ভুল স্বীকার করার প্রেক্ষিতে ক্রমবর্ধমান ক্ষোভের মধ্যেই হামাসের এই ঘোষণা। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতান ইয়াহুর দপ্তর পণবন্দীদের পরিবারগুলিকে তাদের মুক্তির বিষয়ে অবহিত করেছে।
এদিকে, আমেরিকার তত্ত্বাবধানে গাজার পুনর উন্নয়নের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত প্রস্তাবের প্রেক্ষিতে পরবর্তী পাল্টা কৌশল স্থির করতে ছটি উপসাগরীয় দেশের আরব নেতৃবৃন্দ সৌদি আরবের রাজধানী রিয়াধে বৈঠকে বসেছেন। আগামী মাসে বৃহত্তর আরব শীর্ষ সম্মেলনের আগে মিশর এবং জর্ডানের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা চলছে।
প্রেসিডেন্ট ট্রাম্প গত মাসে এই মর্মে প্রস্তাব দিয়েছিলেন যে গাজা অধিগ্রহণ করে তার উন্নয়ন ঘটাতে চায় আমেরিকা এবং সেখানকার প্যালেস্তিনীয় অধিবাসীদের প্রতিবেশী মিশর ও জর্ডনে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। ট্রাম্পেরই প্রস্তাবে আরব দুনিয়ায় প্রবল তোলপাড় শুরু হয়।