উত্তর প্রদেশ পুলিশ হাথরাসে পদপিষ্ট হয়ে মৃত্যুর মর্মান্তিক ঘটনায় মূল অভিযুক্ত দেব প্রকাশ মধুকরকে গ্রেপ্তার করেছে। পুলিশের দায়ের করা FIR-এ মূল অভিযুক্ত হিসেবে মুখ্য সেবাদার দেব প্রকাশের নাম উঠে আসে। তার সম্পর্কে বিস্তারিত জানানোর জন্যে ১ লক্ষ টাকা পুরস্কার ও ঘোষণা করা হয়।
উল্লেখ্য, এর আগের দিন ই পুলিশ এই ঘটনায় আরও ৬ জনকে গ্রেপ্তার করে। তারা সকলেই সৎসঙ্গ আয়োজক কমিটির সদস্য।
আগেই জানানো হয়েছে, গত মঙ্গলবার দোসরা জুলাই হাথরাসে স্বঘোষিত ধর্মগুরু নারায়ন সরকার হরি ওরফে ভোলে বাবার সৎসঙ্গে ভিড়ের চাপে পদ পিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যু হয়। আহত হন আরও অনেকে।
ওই অনুষ্ঠানে ৮০ হাজার মানুষের জমায়েতের অনুমতি দেওয়া হলেও, আড়াই লক্ষের’ও বেশী ভক্ত সমাবেত হয়েছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। যদিও সৎসঙ্গের আয়োজকরা ভক্তদের চটি, ব্যাগ সহ অন্যান্য জিনিষ আশেপাশে ফেলে দিয়ে সেখানে জমায়েত হওয়া লোকের আসল সংখ্যা গোপন করার চেষ্টা চালায়।
পুলিশ, ভোলেবাবার বিষয়ে বিস্তারিত তথ্য জোগাড়ের কাজ চালিয়ে যাচ্ছে। তাঁর কোনো অপরাধমূলক অতীত আছে কিনা, তা’ খতিয়ে দেখতে বিভিন্ন জায়গায় পুলিশের দল পাঠানো হয়েছে। ওই ঘটনার পর থেকে ভোলেবাবা পলাতক।