হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে ধসের জেরে উলুবেড়িয়া পুরসভার গরুহাটা ব্রীজের কাছে পানীয় জলের পাইপে নতুন করে ফাটল দেখা দিয়েছে। এর ফলে বেশ কিছু ওয়ার্ডে জল পরিষেবা বিঘ্নিত। পুরসভার জলের ট্যাঙ্ক দিয়ে এলাকায় পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করা হচ্ছে।
আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, গতরাতে এই পাইপলাইনটি ফেটে যায়। শুরু হয়েছে মেরামতির কাজ। উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস জানিয়েছেন।
উল্লেখ্য, গত সপ্তাহে ভাগাড়ে ধসের জেরে পাইপলাইন ফেটে উত্তর হাওড়ার বিস্তীর্ণ অঞ্চলে দেখা দেয় তীব্র জল সঙ্কট।
এদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে আরু পাড়ায় বিকল্প আবর্জনা ফেলার জায়গা ঠিক করে দেওয়া হলেও, শিবপুর বিধানসভা কেন্দ্র এলাকার অসন্তুষ্ট বাসিন্দারা আজ সকালে সেখানে বিক্ষোভ দেখান। তাঁদের দাবী, সামনেই হিন্দি বিশ্ব বিদ্যালয় ও কলকাতা পুলিশ অ্যাকাডেমি। কাজেই সেখানে আবর্জনা ফেলা হলে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরী হবে। তাই তারা অন্য কোনো জায়গা বিকল্প হিসেবে বেছে নেওয়ার দাবী জানান। তাঁদের প্রতিরোধের জেরে পুরনিগমের জঞ্জালবাহী গাড়ি ফিরে যেতে বাধ্য হয়।