হাইকোর্টের রায়ে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে আজ বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিকাশ ভবনে ওই বৈঠকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, শিক্ষা দফতরের আধিকারিকরা উপস্থিত থাকবেন। যোগ্য চাকরিহারা শিক্ষকদের বক্তব্য শুনবেন শিক্ষামন্ত্রী। তাদের চাকরিতে পুনর্বহাল করতে সরকার কোন পথে এগোতে চাইছে সে ব্যাপারেও বৈঠকে আলোচনা হতে পারে । সরকার আইন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে যোগ্য –অযোগ্যদের তালিকা প্রকাশ করতে চেষ্টা করছে বলেও শিক্ষামন্ত্রী জানিয়েছেন।
Site Admin | April 11, 2025 10:29 AM
হাইকোর্টের রায়ে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে আজ বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
