হাইকোর্টের নির্দেশে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজে পুলিশি নিরাপত্তায় সরস্বতী বন্দনা চলেছে। আজ দুপুরে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু এবং তৃণমূল সাংসদ মালা রায় সেখানে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। ওঠে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। পড়ুয়াদের অভিযোগ, চক্রান্ত করে তাদের ক্যাম্পাসে পুজো করতে দেওয়া হয়নি। প্রতিদিন নানাভাবে হুমিকও দেওয়া হয়েছে। পরে বিক্ষুব্ধ পড়ুয়াদের সঙ্গে শিক্ষামন্ত্রী আলাদা করে কথা বলেন।
উল্লেখ্য, গত শুক্রবার কলকাতা হাইকোর্ট যোগেশচন্দ্র ল’ কলেজে পুলিশ মোতায়েন করে সরস্বতী পুজোর অনুমতি দেয়। সেই মত আজ সেখানে মোতায়েন করা হয় বিরাট পুলিশ বাহিনী। উপস্থিত ছিলেন আধিকারিকরাও।