হরিয়ানা বিধানসভা নির্বাচনে গত সোমবার মনোনয় পত্র প্রত্যাহারের পর, এক হাজার ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। হরিয়ানার মুখ্য নির্বাচনী আধিকারিক পঙ্কজ আগরওয়াল গতকাল জানিয়েছেন, এর মধ্যে ১০১ জন মহিলা প্রার্থী রয়েছেন।
৪৬২ জন নির্দল প্রার্থী হিসেবে লড়াই করছেন। ৫’ই অক্টোবর হরিয়ানায় এক দফায় ভোট নেওয়া হবে।
এদিকে, বিভিন্ন রাজনৈতিক দল ভোটারদের মন জয় করতে মিটিং, মিছিল ও জনসভার আয়োজন করেছে।
প্রবীন বিজেপি নেতা অমিত শাহ গতকাল ভিওয়ানি ও ফরিদাবাদে জনসভায় অংশ নেন। ভিওয়ানিতে তিনি কংগ্রেস তপশীলি জাতি, উপজাতি ও জনজাতিদের সংরক্ষণের বিরোধিতা করছে। ফরিদাবাদের জনসভায় তিনি বলেন, বিজেপি কর্মীরা যেখানে সামাজিক উন্নয়নে কাজ করছে, সেখানে কংগ্রেস শুধুমাত্র পারিবারিক সুবিধার দিকে লক্ষ্য রেখে চলেছে।