হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেবার প্রক্রিয়া, আজ শেষ হচ্ছে। আগামীকাল সেগুলি পরীক্ষা করে দেখা হবে। আগামী ১৬ তারিখ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। ৯০ সদস্যের হরিয়ানা বিধানসভায় ভোট গ্রহণ, আগামী ৫’ই অক্টোবর। গণনা আট তারিখ।
এদিকে আম আদমী পার্টি, গতকাল হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য ২১ জন প্রার্থীর চতুর্থ তালিকা প্রকাশ করেছে। সোনিপথ আসনে দেবেন্দর গৌতম প্রার্থী হচ্ছেন। গুরগাঁও আসনে প্রার্থী করা হয়েছে নিশান্ত আনন্দকে। কর্ণাল আসনে সুনীল বিন্দাল এবং আম্বালা ক্যানটনমেন্ট আসনে রাজকউড় গিল, আম আদমী পার্টির প্রার্থী হয়েছেন।
অন্যদিকে বিজেপি ও কংগ্রেস’ও, তাদের আরো কয়েকজন প্রার্থীর নাম ঘোষণা করেছে। বিজেপির তিনজনের প্রার্থী তালিকায় নাম রয়েছে রোহতাস জাঙ্গড়ার। তিনি সিরসা আসনে প্রার্থী হয়েছেন। অন্যদিকে মহেন্দ্রগড়ে কানোয়ার সিং যাদব এবং ফরিদাবাদ NIT আসনে সতীশ খাগনা, বিজেপির প্রার্থী হয়েছেন।
কংগ্রেস’ও ৪০ জন প্রার্থীর তৃতীয় তালিকা প্রকাশ করেছে। সাংসদ রণবীর সিং সুরজেওয়ালার পুত্র আদিত্য সুরজেওয়ালা, কইথল আসনে প্রার্থী হয়েছেন। পঞ্চকুলা আসনের প্রার্থী চন্দর মোহন। দল, জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনের জন্য’ও পাঁচ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে।