হরিয়ানা ও বিদর্ভ বিজয় হাজারে ট্রফি একদিনের ক্রিকেট টুর্ণামেন্টের সেমিফাইনালে উঠেছে। ভদোদরা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে হরিয়ানা দুই উইকেটে গুজরাটকে হারিয়ে দিয়েছে। হরিয়ানা টসে জিতে গুজরাটকে ব্যাট করতে পাঠায়। গুজরাট ৪৫ ওভার ২ বলে ১৯৬ রানে অলআউট হয়ে যায়। হেমাঙ্গ প্যাটেল ৫৪ রান করেন। হরিয়ানার হয়ে অনুজ হীরা ঠাকরাল, নিশান্ত সিন্ধু তিনটি করে উইকেট নেন। জবাবে হরিয়ানা ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ৪৪ ওভার ২ বলে প্রয়োজনীয় রান তুলে নেয়। হিমাংশু রানা ৬৬ রান করেন। গুজরাটের রবি বিষ্ণই চারটি উইকেট নেন। হরিয়ানার অনুজ হীরা ঠাকরাল ম্যাচের সেরা হয়েছেন।
ভদোদরার মোতিবাঘে চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচে বিদর্ভ ৯ উইকেটে রাজস্থানকে হারিয়ে দিয়েছে। বিদর্ভ টসে জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠায়। রাজস্থান ৫০ ওভারে ৮ উইকেটে ২৯১ রান তোলে। কার্তিক শৰ্মা ৬২, শুভমন গারওয়াল ৫৯ রান করেন। বিদর্ভের ইয়াশ ঠাকুর চারটি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে বিদর্ভ ৪৩ ওভার ৩ বলে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। অধিনায়ক করুন নায়ার ১২২, ধ্রুব শোরে ১১৮ রান করেন। ধ্রুব শোরে ম্যাচের সেরা হয়েছেন।
হরিয়ানা, কর্ণাটক, বিদর্ভ ও মহারাষ্ট্র এই চারটি দল চলতি বিজয় হাজারে ট্রফির সেমিফাইনালে উঠেছে। বুধবার প্ৰথম সেমিফাইনালে হরিয়ানা কর্ণাটকের, বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে বিদর্ভ মহারাষ্ট্রের বিরুদ্ধে খেলবে।