মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

October 29, 2024 11:02 AM

printer

হরিয়ানা সরকার ফসলের গোড়া পোড়ানো বন্ধ করতে একটি নতুন প্রকল্পের সূচনা করেছে।

হরিয়ানা সরকার ফসলের গোড়া পোড়ানো বন্ধ করতে একটি নতুন প্রকল্পের সূচনা করেছে। ফসলের অবশিষ্টাংশের যথাযথ ব্যবস্থা করতে কৃষকদের আর্থিক সাহায্য দেওয়ার পাশাপাশি পঞ্চায়েতগুলিতে ফসলের গোড়া পোড়ানোর ঘটনা শুণ্যয় নামিয়ে আনার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এক সরকারি মুখপাত্র জানিয়েছেন লাল রং এ চিহ্নিত পঞ্চায়েতেগুলিকে,এক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জন করলে দেওয়া হবে এক লক্ষ টাকা অন্যদিকে হলুদ রঙে চিহ্নিত পঞ্চায়েতগুলিকে দেওয়া হবে ৫০হাজার টাকা।

      রাজ্য সরকারের ২৮ শে অক্টোবরের এই ঘোষণার পর এ পর্যন্ত ৮৩ হাজার ৭০ জন কৃষক ৭ লক্ষ ১১ হাজার কৃষি জমি নথিবদ্ধ করেছেন। ওই সরকারি মুখপাত্র আরও জানিয়েছেন ফসলের অবশিষ্টাংশের যথাযথ ব্যবস্থা করতে কৃষকদের একরপিছু ১ হাজার টাকা দেওয়া হচ্ছে। সরকারের এই পদক্ষেপের ফলে এ বছরে হরিয়ানায় ফসলের গোড়া পোড়ানোর ঘটনার সংখ্যা গতবারের তুলনায় ২৯ শতাংশ কমেছে বলে ভারতীয় কৃষি গবেষণা পর্ষদ  জানিয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন