হরিয়ানা বিধানসভায় ভোটের জন্য প্রচারাভিযান শুরু হয়েছে। ঊর্ধ্বতন বিজেপি নেতা , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যের সোনিপত জেলার গোহানায় এক জনসভায় ভাষণ দেবেন। সমাবেশের মাধ্যমে, বিজেপি সোনিপত, রোহতক এবং পানিপথের ২২টি বিধানসভা কেন্দ্রের ভোটদাতাদের আকৃষ্ট করা হবে। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, হরিয়ানার জনগণ ভারতীয় জনতা পার্টির বিপুল বিজয় নিশ্চিত করার জন্য ্প্রস্তুত হয়েছেন । প্রধানমন্ত্রী মনে করেন জনগণের আশীর্বাদ পাওয়ার সৌভাগ্য BJP-র হবে।
এর আগে ১৪ তারিখে কুরুক্ষেত্রে এক জনসভায় ভাষণ দেন শ্রী মোদি। ৯০ সদস্যের হরিয়ানা বিধানসভার জন্য ভোট নেওয়া হবে ৫ই অক্টোবর। জম্মু ও কাশ্মীরের সঙ্গে আট তারিখ এই রাজ্যেও ভোট গণনা হবে।