হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপিতে রাজ্যের সমস্ত ফসল সংগ্রহের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। কুরুক্ষেত্রে বিজেপির বিজয় শঙ্খনাদ সমাবেশে ভাষণ দেবার সময় তিনি বলেন, রাজ্য সরকার বর্তমানে এমএসপিতে ১৪টি ফসল কিনছে। এ ছাড়াও সরকার ১৩৩ কোটি টাকা মূল্যের ‘আবিয়ানা’ খালের জল সেচের বকেয়া মাশুল মকুব করার সিদ্ধান্ত নিয়েছে৷ বিজেপি সরকার ‘আবিয়ানা’ ব্যবস্থাপনা বন্ধ করারও সিদ্ধান্ত নিয়েছে।এর ফলে যা প্রতি বছর কৃষকদের ৫৪ কোটি টাকা সাশ্রয় হবে। শ্রী সাইনি ২০২৩ সালের আগে রোহতক, নুহ, ফতেহাবাদ এবং সিরসায় প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতির শিকার কৃষকদের এক সপ্তাহের মধ্যে ১৩৭ কোটি টাকার মুলতুবি ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন।
Site Admin | August 5, 2024 9:11 AM