হরিয়ানায় বিধানসভা নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। সেই সঙ্গেই শুরু হবে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। চলতি মাসের ১২ তারিখ পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। পরদিন সেগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ১৬ই সেপ্টেম্বর। ৯০ আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভার ভোটগ্রহণ হবে ৫ অক্টোবর। ৮ অক্টোবর ভোট গণনা ।