মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 12, 2024 6:57 PM

printer

সড়ক দুর্ঘটনায় আক্রান্তদের জন্য দেশ জুড়ে শীঘ্রই ‘ক্যাশলেস’ চিকিৎসার সুবিধা চালু হতে চলেছে।

সড়ক দুর্ঘটনায় আক্রান্তদের জন্য দেশ জুড়ে শীঘ্রই ‘ক্যাশলেস’ চিকিৎসার সুবিধা চালু হতে চলেছে।

আজ লোকসভায় প্রশ্নকাল চলাকালীন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি একথা জানিয়েছেন। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে উত্তর প্রদেশ সহ ৬’টি রাজ্যে প্রকল্পটির সূচনা হলেও পরবর্তী কালে তা’ দেশের অন্যান্য প্রান্তেও পৌঁছে দেওয়া হবে। এর আওতায় সড় দুর্ঘটনার শিকার কোনো ব্যক্তি হাসপাতালে দেড় লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন।

মহাসড়কগুলিতে দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে শ্রী গড়কড়ি, সাংসদদের প্রতিটি জেলায় ‘দুর্ঘটনা প্রতিরোধ কমিটি’ গঠনের অনুরোধ জানিয়েছেন।   মন্ত্রী জানান, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশে সড়ক দুর্ঘটনার সংখ্যা সবচেয়ে বেশী। শুধুমাত্র প্রাথমিক চিকিৎসায় বিলম্বের কারণে ৩০ শতাংশ আহত ব্যক্তি প্রাণ হারান বলেও সড়ক পরিবহন মন্ত্রী জানিয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন