স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ আসায় রাজ্য সরকার অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কাজ শুরু করেছে।
নবান্নে আজ এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রশ্নের উত্তরে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম বলেন, ইতিমধ্যেই বেশকিছু চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। কয়েকটি নার্সিংহোম ও বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন সরকারি হাসপাতাল এখনও তিন শতাংশ রোগীকে রেফার করায় মুখ্যমন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করেন।
হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম হাওড়া কর্পোরেশনের হাত থেকে নিয়ে হিডকো’কে দায়িত্ব দেওয়ার নির্দেশ দেন তিনি।
Site Admin | January 2, 2025 7:11 PM