মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 19, 2025 9:05 PM

printer

স্বামী বিবেকানন্দের ১২৯তম ঐতিহাসিক কলকাতা প্রত্যাবর্তন দিবস উদযাপিত হচ্ছে

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ স্বামী বিবেকানন্দের ১২৯তম ঐতিহাসিক কলকাতা প্রত্যাবর্তন দিবস উদযাপিত হচ্ছে।  রামকৃষ্ণ মঠ আলমবাজার, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের যৌথ উদ্যোগে ও পূর্ব রেলের শিয়ালদা শাখার সহযোগিতায় দিনটির স্মরণে বজবজ থেকে একটি সুসজ্জিত স্পেশাল ট্রেন আজ বেলা বারোটার কিছু পরে শিয়ালদহ স্টেশনে এসে পৌঁছয়। অগণিত ভক্ত, সাধু সন্ন্যাসীরা বিপুল উৎসাহে স্বামীজীর পূর্নাবয়ব প্রতিকৃতি নিয়ে ষ্টেশন সংলগ্ন স্থানে  স্বামীজীর কলকাতা প্রত্যাবর্তন দিবসের স্মরণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বামী বলভদ্রানন্দ জি মহারাজ সহ সাধু সন্ন্যাসীরা, কলকাতার নগরপাল, রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা ওই অনুষ্ঠানে অংশ নেন। পরে শিয়ালদা স্টেশন থেকে বাদ্যযন্ত্র সহকারে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আলমবাজার রামকৃষ্ণ মঠে পৌঁছয়ে। অগণিত ভক্ত সাধু সন্ন্যাসী ছাত্র-ছাত্রীরা ঐ শোভাযাত্রায় অংশ নেন। স্বামীজীর কলকাতা প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলমবাজার রামকৃষ্ণ মঠেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন