মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 12, 2025 9:42 AM

printer

স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ ‘জাতীয় যুব দিবস’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ভারত মন্ডপমে ‘বিকশিত ভারত-ইয়ং লিডার্স ডায়লগ’-এ যোগ দেবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষ্যে যুব সম্প্রদায়ের সঙ্গে আলাপ আলোচনায় অংশ নেবেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেছেন ১২ই জানুয়ারী একটি বিশেষ দিন।  বিকশিত ভারত ইয়ং লিডারস ডায়লগ ২০২৫ উপলক্ষ্যে গোটা দিনটিতে তিনি নতুন দিল্লীর ভারত মন্ডপমে বিকশিত ভারত কর্মসূচীর বিভিন্ন বিষয় নিয়ে যুব সম্প্রদায়ের সঙ্গে তিনি আলোচনা করবেন। তাদের সঙ্গে মধ্যাহ্ন ভোজেও মিলিত হবেন।

প্রধানমন্ত্রী এই উপলক্ষ্যে ১০ টি বিষয়ের ওপর লেখা সেরা প্রবন্ধের একটি সংকলনও প্রকাশ করবেন। প্রযুক্তি, নারী ক্ষমতায়ন, ম্যানুফ্যাকচারিং ও কৃষির মত বিভিন্ন বিষয় নিয়ে প্রবন্ধ গুলি লেখা হয়েছে।

বিকশিত ভারত ডায়লগের মাধ্যমে যুব সম্প্রদায়, নীতি নির্ধারক এবং  আন্তর্জাতিক ক্ষেত্রে পরিচিত বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিদের সঙ্গে দেশের ভবিষ্যৎ কর্মসূচী নিয়ে আলাপ আলোচনার সুযোগ পাবেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন