স্বর্ণ পদকজয়ী তিরন্দাজ হরবিন্দর সিং এবং স্প্রিন্টার প্রীতি পাল, রবিবার প্যারিস প্যারালিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন। প্যারালিম্পিক্সে দেশের হয়ে প্রথম স্বর্ণপদক জয় করে হরবিন্দর ইতিহাস সৃষ্টি করেন। অন্যদিকে প্রীতিও প্রথম ভারতীয় মহিলা হিসেবে একসঙ্গে দুটি ব্রোঞ্জ পদক জয় করেছেন। মহিলাদের টি থার্টি ফাইভের ১শো এবং দুশো মিটার দৌড়ে প্রীতি ব্রোঞ্জ জিতেছেন। প্যারালিম্পিক্সে ভারতীয় দলের শেফ দ্য মিশন সত্য প্রকাশ আজ এই ঘোষনা করেন।
Site Admin | September 6, 2024 7:42 PM
স্বর্ণ পদকজয়ী তিরন্দাজ হরবিন্দর সিং এবং স্প্রিন্টার প্রীতি পাল, রবিবার প্যারিস প্যারালিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন
