দেশের নকশাল প্রভাবিত রাজ্যগুলির আন্তঃরাজ্য সমন্বয় কমিটির বৈঠক আজ ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী চরমবামপন্থার কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে পরিকল্পনা ছাড়াও সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাই, উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা। ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্রের মুখ্য সচিব এবং পুলিশের মহানিরদেশকরা এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা এই বৈঠকে যোগ নেন।
Site Admin | August 24, 2024 9:11 PM