কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন যে কম জল এবং কীটনাশক লাগে এমন বীজ উৎপাদনে ভারতীয় বীজ সহকারী সমিতি লিমিটেড -বিবিএসএসএল এর আরও বেশি মনোনিবেশ করা উচিত। নতুন দিল্লিতে বিবিএসএসএল-এর একটি পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করার সময় তিনি বলেন, ক্ষুদ্র কৃষকরা যাতে সর্বোচ্চ ফলন পেতে পারে তা নিশ্চিত করতে হবে । স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘শেহকর সে সমৃদ্ধি’ এবং কৃষকদের ক্ষমতায়নে বিবিএসএসএলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
শ্রী শাহ বিএসএসএলকে ভারতের ঐতিহ্যবাহী বীজ সংগ্রহ ও সংরক্ষণের প্রতি গুরুত্ব দেবার আহ্বান জানান। এই প্রসঙ্গে, মিঃ শাহ ২০২৫-২৬ সালের মধ্যে সমিতিকে অতিরিক্ত ২০,০০০ সমবায়ের সাথে যুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ভারতের ঐতিহ্যবাহী পুষ্টিকর বীজ সংগ্রহ ও সংরক্ষণের জন্য বি. বি.এস.এস.এল দ্রুততার সঙ্গে কাজ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ইফকো এবং ক্রিভকো দেশীয় এবং সংকর বীজের পুষ্টিগুন মূল্যায়ন করবে।