মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 24, 2024 10:53 AM

printer

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আজ ছত্তিসগড়ে ‘নকশাল বিরোধী তৎপরতা’ নিয়ে বৈঠক করবেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনদিনের সফরে ছত্তিশগড় গেছেন। গতরাতে তিনি রায়পুরে পৌঁছন। আজ শ্রী শাহ ‘নকশাল বিরোধী তৎপরতা’ নিয়ে কয়েক দফা বৈঠক করবেন। ছত্তিশগড় পুলিশের মহা নির্দেশক ও রাজ্যের মুখ্য সচিব এবং পার্শ্ববর্তী রাজ্যগুলির প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আন্তঃরাজ্য সমন্বয় নিয়ে এক বৈঠকে মিলিত হবেন। রাজ্যে বাম উগ্রপন্থাপ্রবণ এলাকাগুলির নিরাপত্তা ও উন্নয়ন নিয়েও তাঁর আরো একটি বৈঠক করার কথা।  

তার আগে সকালে তিনি রায়পুরের চম্পারণ শহরে মহাপ্রভু বল্লভাচার্যের আশ্রম পরিদর্শন করবেন।   

আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী রায়পুরে মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর একটি কার্যালয় উদ্বোধন ও পর্যালোচনা বৈঠকে পৌরহিত্য করবেন। ছত্তিশগড়ে সমবায় ক্ষেত্রের বিস্তার সংক্রান্ত একটি বৈঠকেও তাঁর যোগ দেওয়ার কর্মসূচী রয়েছে।  

 উল্লেখ্য, ছত্তিশগড়ে গত বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার পর নকশাল বিরোধী তৎপরতা আরো জোরদার হয়ে উঠেছে। চলতি বছরে এপর্যন্ত ১৪২ জন নকশালপন্থী নিরাপত্তা বাহিনীর হাতে মারা পড়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন