স্বচ্ছ ভারত মিশনের ১০ বছর পূর্তি উপলক্ষে বিশ্বের বিভিন্ন সংগঠনের নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। তাঁদের বার্তায় সকলেই নিকাশী ব্যবস্হা এবং পরিচ্ছন্নতার নিরিখে ভারতের রূপান্তরে এই অভিযানের ভূমিকার প্রশংসা করেছেন।
বিশ্ব স্বাস্হ্য সংগঠন WHO-র মহা নির্দেশক টেড্রস আধানম ঘ্রেবরেইসাস বলেছেন, সুস্হিত উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণে ভারত সরকারের এই মিশন উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে।
বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা স্বচ্ছ ভারত মিশনকে ভারতের পরিচ্ছন্নতার নিরিখে রূপান্তরের উল্লেখযোগ্য ভূমিকার গ্রহণকারী হিসেবে উল্লেখ করেছেন।
এশীয় উন্নয়ন ব্যাঙ্কের প্রেসিডেন্ট মাসাদসুগু আসাকাওয়া বলেছেন, এই দৃষ্টান্তমূলক উদ্যোগে প্রথম দিন থেকে সামিল হতে পেরে উন্নয়ন ব্যাঙ্ক অত্যন্ত গর্বিত।
টাটা ট্রাস্টের চেয়ারম্যান রতন টাটা এবং মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা বিল গেটস্ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।