স্বচ্ছতা অভিযান গত ১০ বছরে দেশব্যাপী এক আন্দোলনে পরিণত হয়েছে বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানিয়েছেন। মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে আজ সাফাই মিত্র সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেন, এর ফলে দেশে অভূতপূর্ব পরিবর্তন এসেছে। মধ্যপ্রদেশের একাধিক শহর ‘সাফাই মিত্র নিরাপদ শহর’ হিসেবে ঘোষিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। স্বচ্ছ ভারত মিশনের দ্বিতীয় পর্যায়ে ‘সম্পূর্ণ পরিচ্ছন্নতার’ লক্ষ্য অর্জনের ওপর শ্রীমতি মুর্মু জোর দেন। অনুষ্ঠানে তিনি পাঁচ সাফাই কর্মীকে সম্মাননা জ্ঞাপন করেন। মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব জানান, স্বচ্ছ ভারত অভিযানে মধ্যপ্রদেশ দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে।
Site Admin | September 19, 2024 3:21 PM