স্পেনে , ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০৫। এর মধ্যে ২০২ জনেরই মৃত্যু হয়েছে ভ্যালেন্সিয়ায় ।
সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের ইন্টিগ্রেটেড অপারেশনাল কো-অর্ডিনেশন সেন্টারের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।
মৃতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সে দেশে তিন দিনের জাতীয় শোক পালন করা হচ্ছে। সরকারী পতাকা অর্ধ নমিত রাখা হয়েছে।
ত্রাণ ও উদ্ধারকাজে সহায়তার জন্য আরও সেনাকর্মী মোতায়েন করা হয়েছে।
এদিকে আবহাওয়া দপ্তর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হুয়েলভা উপকূলে বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করেছে।