স্পেনের রাষ্ট্রপতি পেড্রো স্যাঞ্চেজ তিন দিনের সরকারী সফরে আগামীকাল ভারতে আসছেন। বিদেশমন্ত্রক সূত্রে জানানো হয়েছে , এই প্রথম তিনি ভারত সফরে আসছেন। ১৮ বছর পর স্পেনের রাষ্ট্রপতি ভারত সফর করতে চলেছেন। এর আগে বিভিন্ন বহুপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছে। এই সফরকালে স্পেনের রাষ্ট্রপতি স্যাঞ্চেজ প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত হবেন। দুই নেতা গুজরাটের ভদোদরায় টাটা সংস্থার সঙ্গে স্পেনের এয়ারবাস সংস্থার যৌথ উদ্যোগে C-295 যুদ্ধবিমানের কারখানার উদ্বোধন করবেন। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করও স্পেনের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। ভারত সফরকালে স্পেনীয় রাষ্ট্রপতি মুম্বাইয়ে শিল্প-বাণিজ্য ক্ষেত্রের নেতৃস্থানীয়দের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। তাঁর এই সফরকালে ভারত ও স্পেনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্বাক্ষরিত হবে।