মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

October 27, 2024 9:30 PM

printer

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যানচেজ্  তিন দিনের সরকারী সফরে আজ রাতে ভারতে আসছেন।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যানচেজ্  তিন দিনের সরকারী সফরে আজ রাতে ভারতে আসছেন। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে এটা হবে তার প্রথম ভারত সফর। স্পেনের কোন প্রধানমন্ত্রী ১৮ বছর পর ভারতে আসছেন। এর আগে বহু পাক্ষিক বিভিন্ন বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী একাধিকবার বৈঠকে বসেন। প্রধানমন্ত্রী মোদী এবং প্রধানমন্ত্রী পেদ্রো স্যানচেজ্ প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বসবেন। আগামীকাল ভদদোরায় টাটা এয়ারক্র্যাপ্ট কমপ্লেক্সে যুগ্মভাবে উদ্বোধন করবেন। সেখানে C-295 সামরিক বিমান তৈরি হবে। মেক-ইন-ইন্ডিয়ার অগ্রণী প্রকল্প হিসেবে এটা হবে বে-সরকারী ক্ষেত্রে প্রথম সামরিক বিমান তৈরির কারখানা। এয়ারবাস স্পেনের সঙ্গে সহযোগিতায় টাটা অ্যাডভান্সড সিস্টেম এটি তৈরি করছে।

বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর স্পেনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী পেট্রো স্যানচেজ্ তার মুম্বাই সফরে শিল্পদ্যোগী, বাণিজ্য প্রধান এবং চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও কথা বলবেন। তাঁর এই সফরে দ্বিপাক্ষিক সহযোগিতার অঙ্গ হিসেবে একাধিক চুক্তি ও সমঝোতাপত্র স্বাক্ষরিত হওয়ার কথা।

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন