যোগ্য ও অযোগ্য শিক্ষকদের তালিকা আর প্রকাশ করবে না স্কুল সার্ভিস কমিশন। রাজ্য সরকার এর পর সরাসরি সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার আর্জি জানাবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে রাতভর SSC ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চালান চাকরিহারা শিক্ষকরা। এরই প্রেক্ষিতে গতকাল রাত বারোটা পনেরো নাগাদ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বিজ্ঞপ্তি জারি করে জানান, তাঁরা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবেন। এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশমতো যাঁরা বেতন পাচ্ছেন, তাঁরা একইভাবে বেতন পাবেন।
এরপর শিক্ষামন্ত্রী সংবাদমাধ্যমকে জানান, এর আগে চাকরিহারাদের সঙ্গে বৈঠকে জানানো হয়েছিল আইনি পরামর্শ পেলে তালিকা প্রকাশ করা হবে। এসএসসি এ ব্যাপারে ইতিবাচক পরামর্শ পায়নি। সেই কারণেই তালিকা প্রকাশ করা হবে না। তাছাড়া সুপ্রিম কোর্ট যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দেয়নি বলেও তাঁর বক্তব্য। এরপর সরকার শীঘ্রই সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার আর্জি জানাবে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন।