স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার চাকরিতে নিয়োগে অনিয়মের তদন্ত গুরুত্ব দিয়ে করা হয়নি বলে চাকরিচ্যুতদের পক্ষ থেকে আজ সুপ্রিম কোর্টে দাবি করা হয়েছে।
প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে আজ এই মামলার শুনানি হয়।
চাকরি হারানো মামলাকারীদের আইনজীবীর দাবি, তদন্তে যোগ্য ও অযোগ্যদের আলাদা করা হয়নি। গুরুত্ব দিয়ে তদন্ত’ও করা হয়নি।
আইনজীবী মুকুল রোহতগীর দাবি, আসল উত্তরপত্র বা OMR শিট এখনো পাওয়া যায়নি। অন্যদিকে যোগ্য প্রার্থীদের একাংশের আইনজীবী কপিল সিব্বল প্রশ্ন তোলেন, আসল OMR সিট যদি না থাকে তাহলে কারচুপির অভিযোগ কি করে তোলা হচ্ছে ?
দু’পক্ষের বক্তব্য শোনার পর ২৭ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করা হয়েছে।