সেমিকন্ডাক্টর পাওয়ার হাউস হয়ে উঠতে ভারত সব ধরনের পদক্ষেপ নেবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। গ্রেটার নয়ডায় আজ সেমিকন ইন্ডিয়া ২০২৪-এর উদ্বোধন করে তিনি বলেন, সরকার দেশে বেশি চিপ উৎপাদনে জন্য কাজ করছে। এই দশকের শেষে দেশের ইলেকট্রনিক্স ক্ষেত্রকে ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়েছে সরকার। এর ফলে ৬০ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে। ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, ভারত এর বহুগুন প্রভাব প্রত্যক্ষ করছে।
তিনি বলেন, আগামী দিনে বিজ্ঞান ক্ষেত্রে আরো নতুন দিক উন্মোচিত হতে চলেছে। কোভিড অতিমারীর সময় বিশ্বের বিভিন্ন দেস সমস্যার মধ্যে পড়লেও ভারতীয় ব্যাঙ্কিং ব্যবস্থায় এর কোন প্রভাব পড়েনি।