মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 13, 2025 2:29 PM

printer

সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জানিয়েছেন, দেশের উত্তর সীমান্তে পরিস্থিতি স্পর্শকাতর হলেও স্থিতিশীল।

সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জানিয়েছেন, দেশের উত্তর সীমান্তে পরিস্থিতি স্পর্শকাতর হলেও স্থিতিশীল। সেনাবাহিনী যেকোনও প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত। সীমান্ত এলাকায় একটি শক্তিশালী পরিকাঠামো নির্মাণ ভারতীয় সেনাবাহিনীর অগ্রাধিকার। নতুনদিল্লীতে আজ ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সাংবাদিক সম্মেলনে জেনারেল দ্বিবেদী বলেন, জম্মু-কাশ্মীর অঞ্চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে এই অঞ্চল সন্ত্রাসবাদ থেকে পর্যটনের পথে এগিয়ে চলেছে। গত বছর যেসব জঙ্গি সন্ত্রাস বিরোধী অভিযানে নিহত হয়েছে তাদের ৬০ শতাংশই পাকিস্তানের।  

পূর্ব লাদাখ ফ্রন্ট সম্পর্কে জেনারেল দ্বিবেদী বলেন, ডেমচক ও দেপসাংয়ের সমস্যার সমাধান হয়েছে। মণিপুরের বর্তমান পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান বলেন, নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টা এবং সরকারের সক্রিয় উদ্যোগের ফলে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। শান্তি ফিরিয়ে আনতে মায়ানমার সীমান্তে নজরদারি ও বেড়া দেওয়ার কাজ এগিয়ে চলছে বলেও তিনি জানান।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন