মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 21, 2024 9:41 PM

printer

সুস্থায়ী উন্নয়ন এবং জনস্বার্থেই প্রযুক্তির ব্যবহার হওয়া উচিত বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মত ব্যক্ত করেছেন।

সুস্থায়ী উন্নয়ন এবং জনস্বার্থেই প্রযুক্তির ব্যবহার হওয়া উচিত বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মত ব্যক্ত করেছেন। হরিয়ানার ফরিদাবাদে জে সি বোস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে আজ তিনি বলেন, বর্তমানে অগ্রগতির একাধিক পথ উন্মুক্ত হয়েছে এবং প্রযুক্তির উন্নয়ন ও প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পৌঁছে যাওয়ায় অনলাইন কর্মসংস্থানও তৈরি হচ্ছে। গত কয়েক বছরে এই বিশ্ববিদ্যালয় বহু শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বলে শ্রীমতি মুর্মু সন্তোষ ব্যক্ত করেন।

    সমগ্র বিশ্ব এখন চতুর্থ শিল্প বিপ্লবের যুগে পদার্পন করেছে বলে উল্লেখ করে শ্রীমতি মুর্মু বলেন, ভারত এই সুযোগের সদ্ব্যবহার করতে এবং সমস্ত চ্যালেঞ্জগুলির মুখোমুখি হতে প্রস্তুত। দেশের সমৃদ্ধ ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে যুব সমাজের ভূমিকার কথা তুলে ধরেন তিনি।

 

সমাবর্তনে রাষ্ট্রপতি এবং হরিয়ানার রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয় শিক্ষার্থীদের ডিগ্রি এবং শংসাপত্র প্রদান করেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন