মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 21, 2024 10:01 PM

printer

সুরক্ষিত পুষ্টিগুণ সম্পন্ন ধানের বীজের জিএসটির পরিমাণ কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

রাজস্থানের জয়শলমিরে জিএসটি কাউন্সিলের ৫৫ তম বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়েছে। এই বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী,উপ মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। 

পরে সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, সুরক্ষিত পুষ্টিগুণ সম্পন্ন ধানের বীজের জিএসটির পরিমান কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। তিনি জানান , আগে থেকে মোড়কবদ্ধ পণ্য ও লেবেল দেওয়া পণ্যর মধ্যে তফাৎ করা সংক্রান্ত  প্রস্তাব গৃহিত হয়েছে।  তিনি আরও বলেন, বেশ কয়েকটি পণ্যের কর হার হয় কমানো হয়েছে, নয় তো খারিজ করা হয়েছে। জিন থেরাপিকে জিএসটির আওতা থেকে বাদ দেওয়া হয়েছে বলেও তিনি জানান। ব্যাঙ্ক এবং আর্থিক সংস্থাকে দেরিতে অর্থ শোধ করা বা জরিমানার ওপরও জিএসটি নেওয়া হবে না। জাতীয় দক্ষতা উন্নয়ন পরিষদের আওতাধীন সংস্থাগুলিকেও জিএসটির আওতা থেকে বাদ দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী জানান, বিভিন্ন রাজ্য,  এয়ার টারবাইনে ব্যবহার্য জ্বালানিকে  জিএসটির আওতাভুক্ত করার বিরোধিতা করেছে। যদিও এ নিয়ে কোনও সিদ্ধান্ত গৃহিত হয়নি। স্বাস্থ্য বিমার জিএসটি কমানোর ব্যাপারেও রাজ্যগুলি সওয়াল করেছে। মন্ত্রীগোষ্ঠী বিষয়টি আরও পর্যালোচনা করবে বলে শ্রীমতী সীতারমন মন্তব্য করেন। বিভিন্ন পরিষেবা উপভোক্তার কাছে পৌঁছে দেওয়া সংক্রান্ত  বিষয়ে আলোচনা হয়েছে, তবে কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। অর্থমন্ত্রী জানান, ছোট কোম্পানির নথিবদ্ধকরনের ক্ষেত্রে জিএসটি তুলে দেওয়ার ব্যাপারে কাউন্সিল নীতিগতভাবে ঐকমত্যে পৌঁছেছে। 

 ই কমার্স প্ল্যাটফর্মে খাদ্য পৌঁছে দেওয়ার ওপর জিএসটি কমানোর প্রস্তাব আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন