মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 24, 2024 2:21 PM

printer

সুপ্রীম কোর্টের প্রাক্তন বিচারপতি ভি রামাসুব্রমনিয়ান, জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারপার্সন হচ্ছেন।

সুপ্রীম কোর্টের প্রাক্তন বিচারপতি ভি রামাসুব্রমনিয়ান, জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারপার্সন হচ্ছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ এই পদে বিচারপতি রামাসুব্রমনিয়ানকে নিযুক্ত করেন। একই সঙ্গে প্রিয়াঙ্ক কানুনাগো এবং প্রাক্তন বিচারপতি ডঃ বিদ্যুৎ রঞ্জন সারেঙ্গিকে কমিশনের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

২০১৯ এর ২৩ শে সেপ্টেম্বর, ভি রামাসুব্রমনিয়ান শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে দায়িয়্বভার গ্রহণ করেন। গত বছর ২৯ শে জুন তিনি অবসর নেন। চলতি বছরের পয়লা জুন, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সনের পদে সর্বোচ্চ আদালতের প্রাক্তন বিচারপতি অরুণ কুমার মিশ্র্রের কার্যকাল শেষ হওয়ার পর বিজয় ভারতী সায়নী কার্যনির্বাহী চেয়ারপার্সনের দায়িত্ব সামলাচ্ছিলেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন