সংবিধানের ৩৬১ নম্বর ধারায় ফৌজদারি, দেওয়ানি ও সাংবিধানিক মামলায় তদন্ত করা থেকে রাজ্যপালের পদ-কে দেওয়া রক্ষাকবচ নিয়ে প্রশ্ন তুলে রাজভবনের মহিলা কর্মীর দায়ের করা আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট, রাজ্যের উদ্দেশে নোটিশ জারি করেছে। রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই কর্মী। আজ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জে বি পার্দিওলা ও মনোজ মিশ্রার বেঞ্চ এই মামলায় রাজ্যকে নোটিশ জারির পাশাপাশি সংবিধানের ৩২ নম্বর ধারার অধীনে ভারত সরকারকে এই মামলায় যুক্ত করার ব্যাপারে ওই মহিলা কর্মীকে স্বাধীনতা দিয়েছে। এছাড়াও, এব্যাপারে কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কাটারামানির সাহায্য’ও চাওয়া হয়েছে।
উল্লেখ্য, গত দোসরা মে রাজভবনের অস্থায়ী এক কর্মী রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করলেও, কলকাতা পুলিশ রাজ্যপালের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেনি। ওই মহিলা হাইকোর্টে গেলে সেখানেও তদন্তে স্থগিতাদেশ দেওয়া হয়। এরপরই সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেন তিনি। আইনজীবির দাবি, ৩৬১ নম্বর ধারায় রক্ষাকবচ থাকায় অভিযোগের তদন্ত করা সম্ভব হচ্ছে না। এরপরই রক্ষাকবচ-এর বিষয়টি মূল্যায়ণের জন্য সুপ্রিম কোর্ট মত প্রকাশ করে। তিন সপ্তাহ পর এই মামলার ফের শুনানি হবে।