সুপ্রিম কোর্ট, মেডিকেল কাউন্সিলিং কমিটিকে, ডাক্তারিতে নিট স্নাতক স্তরে শূন্য আসন পূরণের জন্য বিশেষ কাউন্সেলিং এর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে। দেশে চিকিৎসকের সংখ্যা খুবই কম থাকার প্রেক্ষিতে শীর্ষ আদালতের এই নির্দেশ। বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ নির্দেশে আরো বলেছেন, অনাবাসী ভারতীয়দের জন্য সংরক্ষিত আসন গুলিও জেনারেল ক্যাটাগরি কোটাতে রূপান্তরিত করা যাবে এবং অবশ্যই তা রাজ্যস্তরে ভর্তি সংস্থার মাধ্যমে তা পূরণ করতে হবে। বেঞ্চ তার নির্দেশে আরো বলেছেন, দেশে চিকিৎসকের সংখ্যা অত্যন্ত কম হওয়ায়, মহার্ঘ ডাক্তারির আসন কোনভাবেই নষ্ট হতে দেওয়া উচিত নয়। সে কারণেই যে সমস্ত সংস্থা ভর্তি নেয় তাদেরকে, পড়ে থাকা শূন্য আসন গুলি পূরণের জন্য বিশেষ কাউন্সেলিং এর ব্যবস্থা করতে বলা হয়েছে এবং এ বছর ৩০শে ডিসেম্বরের আগে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করারও নির্দেশ দেওয়া হয়েছে।
বেঞ্চ আরো জানিয়েছে, কোন কলেজে নিজে সরাসরি কোন পড়ুয়াকে ভর্তি করতে পারবে না, রাজ্যের ভর্তির ভারপ্রাপ্ত সংস্থাগুলি তা করতে পারবে। এর পাশাপাশি একথাও বলা হয়েছে, ইতোমধ্যেই যে ভর্তির প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে, তা এই বিশেষ ব্যবস্থায় কোনভাবেই বাধা প্রাপ্ত হবে না। যে সমস্ত প্রার্থী ওয়েটিং লিস্টে রয়েছে শুধুমাত্র তাদের মধ্যে থেকেই ফাঁকা আসনে ভর্তি নেওয়া হবে বলেও বেঞ্চ জানিয়েছে।